রাউজান উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শানে বড় হুজুর স্মৃতি সংসদ। ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ১–০ গোলে শানে বাঁচা বাবা ফুটবল একাদশকে পরাজিত করে। বাগোয়ানস্থ সৈয়দপাড়া তরুণ সংঘ আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক শোয়েব রেজা জাবেদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ–সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নাসিম উদ্দীন আকাশ। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ব্যবসায়ী খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন রফিক উদ্দীন, শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোক্তার আহমেদ, বাগোয়ান তরুণ সংঘের সাবেক সভাপতি আবদুর শুক্কুর, সমাজসেবক মোহাম্মদ ওসমান। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মনজুর মোরশেদ। টুর্নামেন্টে এবার ২৪ টি দল অংশগ্রহণ করে।












