রাউজানে সীমানা বিরোধে ইটের আঘাতে গৃহবধূ আহত

আটক ১

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৩৮ অপরাহ্ণ

রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শীল পাড়ায় প্রতিবেশী যুবকের ইটের আঘাতে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

পিঠে ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত ঝর্ণা শীল(৩৫) নামের এই গৃহবধূর স্বামী প্রভাত কুমার শীল আহত স্ত্রীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন বলে জানা যায়।

খবর নিয়ে জানা যায়, আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে বাড়ির সীমানা বিরোধ থেকে সৃষ্ট তর্ক-বিতর্কের মধ্যে। হামলার ঘটনায় অভিযুক্ত পলাশ শীলকে(৩০) পুলিশ আটক করেছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাউজান থানার এসআই অজয় দেব শীল বলেন, “বসতভিটা বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত পলাশ শীলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় শনাক্তের হার বেড়েছে ২৮ শতাংশ
পরবর্তী নিবন্ধটিকা সনদ ছাড়া খাবার পরিবেশন, ৯ রেস্টুরেন্টকে জরিমানা