রাউজানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গহিরা অদুদিয়া সড়কে একটি বেপরোয়া সিএনজি টেক্সি চাপায় এক পথচারী নিহত হন। অন্যদিকে কাপ্তাই সড়কের পাহাড়তলীতে যাত্রিবাহী বাসের ধাক্কায় পাঁচ সিএনজি যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে ঘটে এ ঘটনাটি।
গহিরার দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান টুনু (৫৫)। তিনি রাউজান উপজেলার পশ্চিম গহিরা খোন্দকার বাড়ির মৃত নজির আহমদের পুত্র। মাসুদ আবু তাহের নামে তার এক স্বজন বলেছেন, বৃহস্পতিবার দুপুরে চিকদাইর থেকে বাড়ির দিকে আসছিলেন মোস্তাফিজ। গহিরা কালাচাঁন হাটে ব্রিজ পার হওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি টেঙি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। রাউজান থানার ডিউটি অফিসার আবদুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেন।
এর আগের দিন বুধবার রাত ৮টার দিকে কাপ্তাই সড়কে শাহ আমানত নামে একটি বাস যাত্রীবাহী সিএনজি টেঙিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় টেঙিতে থাকা পাঁচ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন বলেছেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। দুর্ঘটনা কবলিত সিএনজি টেঙিটি থানা হেফাজতে নেয়া হয়েছে। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি।












