রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের সভা

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে বিচারের নামে জুডিসিয়াল কিলিং’র মাধ্যমে দেশীবিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বেঁচে থাকতেন তাহলে স্বৈরাচার সরকার কর্তৃক জনগণের উপর চালানো জুলুম নির্যাতনের স্থায়িত্ব ১৭ বছর হতো না।

গতকাল সোমবার বিকালে রাউজান পৌরসভাস্থ রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা, সাবেক এম.পি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমন। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. মঞ্জুরুল হক মঞ্জু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। যুবদল নেতা আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁন, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ বিন আমান রানা, পৌর যুবদলের সদস্য সচিব শাহ্‌জান সাহিল, যুবদল নেতা শহীদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, , রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসান বাহাদুর, শাহাদাত মির্জা, ওমার কাইয়ুম, আনোয়ার হোসেন বাচলু, সাইফুল ইসলাম রবিউল, মোজাম্মেল হক রাসেল, আবদুর শুক্কুর, সাজ্জাদ হোসেন, আশিকুর রহমান ফয়েজ, রিয়াজ চৌধুরী, রিয়াজ চৌধুরী, রবিউল হাসান রবি, সৈয়দ ফরহাদ হোসেন বাবু, মঈনুল ইসলাম টিংকু, মহিত, মোকারম হোসেন। এসময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম মঞ্জু, মো. হোসেন, খোরশেদ আলম, আমান উল্লাহ, সাইফুল কাদের, বেদার মাস্টার প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত দুই
পরবর্তী নিবন্ধনগরে ২৩টি গ্রাম সিএনজি ও পাঁচ অটোরিকশা জব্দ