রাউজানে সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

রাউজানে অবৈধ অস্ত্রসহ পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজদৌলা ওরফে সিরাজকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্র আইনে তাকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কারিমুল্লাহর সেনিটারি দোকানের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সিরাজ পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের প্রয়াত মহব্বত আলীর ছেলে। সূত্র আরও জানায়, সিরাজের বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, জালিয়তি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির ট্রাক থেকে তেল লুটের ঘটনায় মামলা, চালক আটক
পরবর্তী নিবন্ধজল-কাদা ডিঙিয়ে যাতায়াত