রাউজানে ২০২৪–২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্্র প্রান্তিক ৪ হাজার ৩ শত ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক–সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে অনষ্ঠিত পুনর্বাসন প্রণোদনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির। উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপ–সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, প্রথম প্রণোদনায় ৭ শত জন কৃষক কৃষাণিদের মাঝে ২০ প্রকার শাক–সবজির উফশী জাতের বীজ ও প্রতিজনকে বিকাশের মাধ্যমে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় ৩ হাজার জন কৃষক কৃষাণিদের মাঝে হাইব্রিড জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করা হয়।
এছাড়া ৬ শত ৪০ জন কৃষককে রবি মৌসুমে প্রণোদনা হিসাবে বিতরণ করা হয় গম, সরিষা, চিনা বাদাম, সূর্যমূখী, শীত কালিন পেয়াজ, মুগ ও ফেলন বীজ। বিনামূল্যে শীতকালীন শাক সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ শেষে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি।