রাউজানে সাইনবোর্ডের আড়ালে রাখা দুটি অস্ত্র উদ্ধার

রাউজান প্রতিনিধি ম | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সাইনবোর্ডের আড়ালে লুকিয়ে রাখা দেশীয় তৈরি দুটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব৭ এর একটি অভিযানিক দল। গত শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‌্যাব৭ এর কর্মকর্তা (অপারেশন অফিসার) মোজাফ্‌ফর হোসেন। তিনি বলেন, সাইন বোর্ডের আড়ালে কারা অস্ত্র লুকিয়ে রেখেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ওই রাতেই উদ্ধার করা অস্ত্র রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলামকে মোবাইলে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ
পরবর্তী নিবন্ধসিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে যুবকের মৃত্যু