চট্টগ্রামের এক সাংবাদিকের বড় ভাইকে রাউজানে অপহরণ করে সন্ত্রাসীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। অপহৃত
নুরুল ইসলাম নুরুকে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট এলাকা থেকে অপহরণ করা হয় বলে জানান তার ভাই একটি জাতীয় দৈনিকের চট্টগ্রামের ব্যুরো প্রধান সাইদুল ইসলাম।
তিনি জানান, মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। ঘটনা জানাজানি হলে চতুরমুখী চাপে নুরুল ইসলামকে মারধর করে রাত ৮ টার দিকে ছেড়ে দেয়া হয়।
অপহৃত নুরুল ইসলাম বলেছেন, কয়েকটি মোটর সাইকেলে এসে সন্ত্রাসীরা আমাকে মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর তারা আমার পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা আমাকে মুক্তি দেয়ার শর্তে আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনা শুনে আমার পরিবারের সদস্যরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি প্রশাসনের সাথে নানা ভাবে যোগাযোগ করা হলে অপহরণকারীরা নানামুখী চাপে পড়ে তিন ঘণ্টা পর অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় আমাকে এনে ছেড়ে দেয়।
এই ঘটনায় চিহ্নিত অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে সাংবাদিক সাইদুল ইসলাম জানান।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে এম শফিকুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।