রাউজানে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তের হামলা

চার বাইকসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

রাউজান প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান (মাঝিপাড়া) গ্রামে সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে এই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক আরফাত হোসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বাজারে বখাটের উৎপাত নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে দুর্বৃত্তদের ফেলে যাওয়া চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। জানা যায়, হামলাকারীদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা।
আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের ইসহাক মিয়ার পুত্র। হামলার ঘটনায় সাংবাদিক আরফাত হোসাইন বাদী হয়ে রাউজান থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিন আসামিকে গতকাল দুপুর আড়াইটায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার মাগন হাজীর বাড়ির মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন প্র. মাসুম (২২), পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর নাঈম মুন্সির বাড়ির আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১) ও রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহনগর শরিফ বাড়ির মোহাম্মদ জামাল উদ্দিন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ জামান শরিফ প্র. রাব্বি (২২)।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নগর প্রত্যয়ী সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ‘তৃণমূল’ বিএনপির ঝাড়ুমিছিল