রাউজানের পাহাড়তলী হাফেজ বজলুর রহমান সড়কে কালভার্ট ও নালার উন্নয়ন কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস। এতে করে স্থানীয়রা দুর্ঘটনার আশঙ্কা করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আধঘণ্টা ধরে গ্যাস বের হলেও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোনো লোকজনকে ওই এলাকায় দেখা যায়নি। স্থানীয়রা জানায়, নালায় পানি নিষ্কাশনের ব্যবস্থা জন্য কাজ চালাচ্ছিল ঠিকাদার প্রতিষ্ঠান। স্কেভেটর দিয়ে গর্ত করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে পচুর পরিমাণ গ্যাস বের হচ্ছে। এই ঘটনা দেখে স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিনের অনুরোধ পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। সড়কে যান চালাচল বন্ধ রাখা হয়। চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস পাইপ ফেটে যাওয়ার বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম। তিনি স্থানীয়দের নিরাপত্তা বিধানে কাজ করতে দেখা গেছে।