রাউজানে আজ শনিবার সকল ধর্ম-বর্ণের মানুষ নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলা সদরে অনুষ্ঠেয় সমাবেশে উপস্থিত থাকবেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গত বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রাউজান উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশন (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।











