রাউজানে সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর থেকে গতকাল সোমবার রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফজল হক বর্তমানে সৌদি আরবে প্রবাস জীবনে রয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বলেন, যৌথ বাহিনী জানে আলমকে নগর থেকে গ্রেফতার করে। রাউজান থানায় তার নামে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে, রয়েছে আরো কয়েকটি পুরানো মামলা। পুলিশের এই কর্মকতা জানান, যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে গ্রহণ করতে থানা পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন বাজেটের ৪০ শতাংশ লুটপাট : শ্বেতপত্র কমিটি
পরবর্তী নিবন্ধবিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ