রাউজানে সদ্যজাত সন্তান পাশে না পেয়ে মানসিক প্রতিবন্দ্বী মায়ের আহাজারি

রাউজান প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ১০:১৩ অপরাহ্ণ

রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী গত ২ জুলাই শুক্রবার সন্ধ্যায় জন্ম দিয়েছিলেন এক কন্যা সন্তান।
ওই রাতে কে বা কারা নবজাতকটিকে চুরি করে নিয়ে যায়। হুঁশ আসার পর জন্মদাত্রী মা পাশে সন্তানকে না দেখে সারাক্ষণ দিদ্বিগিক ছুটাছুটি করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে বাজারের এক ব্যবসায়ী পাশের কলোনি থেকে এক নারীকে এনে প্রসব করান। প্রসব করিয়ে ওই নারী চলে গেলেও রাতে নবজাতকটি কে বা কারা মায়ের পাশ থেকে চুরি করে নিয়ে যায়।
বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, গর্ভবতী প্রতিবন্দ্বী নারীটি গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
সেই থেকে ব্রাহ্মণহাট বাজারে আশ্রয় নেন।
পরদিন শনিবার সকালে ওই ব্যবসায়ী এসে দেখেন নবজাতক মায়ের পাশে নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বললে কেউ মুখ খুলতে না চাইলেও নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেছেন পাশের কলোনির এক বাসিন্দা নবজাতকটিকে নিয়ে গেছে।
বিষয়টি জানতে স্থানীয় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়ার সাথে কথা বলে জানা যায়, তিনি এ বিষয়ে খবর নিয়ে জানতে পেরেছেন বাচ্চাটি বাজারের পাশের কলোনিতে এক পরিবার নিয়েছে। তারা বাচ্চাটির চিকিৎসা করাচ্ছেন।
এ ব্যাপারে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির রিজার্ভ বাজারে দোকান ভেঙে খাদে
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বাবুনগরী