রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ইমামও মারা গেলেন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাউজানের হাফেজ বজলুর রহমান সড়কে গত মঙ্গলবার টেঙির সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে আহত ইমাম হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) গতকাল বুধবার সকালে মারা গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকায় টেঙিমোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছিলেন হাফেজ মাওলানা সৈয়দুল হক। দুই ইমাম মোটরসাইকেলে ছিলেন। গতকাল মারা যাওয়া ইমাম আলী হোসেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে।

উল্লেখ্য যে, গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম তাদের বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে রাউজানের কর্মস্থলে ফেরার পথে তারা এই দুর্ঘটনায় পড়ে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধনগর আওয়ামী লীগ নেতা ইউসুফ চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন