রাউজানে সড়কে অচেতন অবস্থায় পড়েছিল হাত-পা বাঁধা যুবক

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

রাউজানে হাফেজ বজলুর রহমান সড়কের কিনারা থেকে হাতপা বাঁধা অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই যুবককে এ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, ওই যুবকের গায়ে একটি সোয়েটার রয়েছে। পোস্টে ছবি ছেড়ে তার পরিচয় জানতে সকলের সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট হাসপাতাল ও থানায় ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে পথচারী নিহত, আহত ১০
পরবর্তী নিবন্ধরাউজানবাসী আতঙ্কে