রাউজানে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজানে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল তিনি দুই শতাধিক মানুষের হাতে কম্বল দিয়েছেন। তিনি জানান,শীতের শুরু থেকে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গত তিন দিনে শ্রমজীবি নারী পুরুষদের দেয়া হয়েছে ৫০০ কম্বল। এসব কম্বল দেয়া হচ্ছে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে। জানা যায়, এর আগে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিগণ। গতকাল পৌরসভার কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, প্রকৌশলী ওয়াসিম আকরাম, মোহাম্মদ নোমান, মোহাম্মদ নাছির উদ্দিন,সাবের হোসেন, মোহাম্মদ আসিফ, ইকবাল হোসেন, নকিব ছিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হত্যা মামলার আসামি আটক
পরবর্তী নিবন্ধচন্দ্রনাথ পাহাড়ে সুপারির ভালো ফলন