রাউজানে শিক্ষার্থীদের বহনকারী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৪:২৯ অপরাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দক্ষিণ পাশ্বের চৌধুরী হাট সড়কে একটি সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে গিয়ে পড়েছে। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ছয় শিশু শিক্ষার্থী আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদশীরা বলেছেন, অপর একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে দুঘটনাকবলিত অটোরিক্সাটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। ওই অটোরিক্সায় ছিল স্থানীয় তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার ছয় শিক্ষার্থী।

স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে চিকৎসার জন্য পাঠায়। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, আমরা দ্রুত সেখানে গিয়ে গাড়ীতে থাকা শিক্ষাথীদের উদ্ধার করি। নোয়াপাড়ার চেয়ারম্যন বাবুল মিয়া সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পাঠান। আহতরা সকলেই ভাল আছে।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুট : কক্সবাজারে নারীসহ আটক ১৮
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে অকটেন উদ্ধার, কক্সবাজারে তিনজনকে জরিমানা