রাউজানে পাহাড়তলী শেখপাড়া দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৫ ডিসেম্বর রাত ৯ টায় সম্পন্ন হয়। ফাইনালে ‘আমরাই চ্যাম্পিয়ন ক্রিকেট একাদশ’ ৭ উইকেটে পাহাড়তলী বনফুল এন্ড কোং ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাছান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন শেখ নবী। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম রুবেল, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সভাপতি এস.এম. নুরুল আজিম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ প্রমুখ। উপস্থিত ছিলেন মো. তারেক, গাজী মো. ইমন, মো. রাসেল চৌধুরী ও মো. রবিউল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন নঈম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম মুন্না ও মো. আবিত। পরে চ্যাম্পিয়ন দলকে নগদ সাত হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে নগদ চার হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।