লায়ন্স ক্লাব অফ চিটাগং পারিজাত এলিট এবং কাশেম নূর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ১১ অক্টোবর রাউজানের কদলপুর কাশেম নূর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অতিথি ছিলেন রাউজান উপজেলার ইউএনও জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪ এর জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন শওকত খান, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন পারভিন মাহমুদ এফসিএ ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ চেক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী নিজ উদ্যোগে একটি চেক প্রদান করে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করেন। কর্মসূচির অংশ হিসেবে চারটি মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়–কদলপুর কাদেরিয়া তৈওবা তাহেরিয়া হেফজোখানা ও এতিমখানা, আলহাজ্ব আমিনুর হক চৌধুরী হেফজোখানা ও এতিমখানা, মোল্লাপাড়া আশ্রাফিয়া হেফজখানা ও এতিমখানা, আশ্রাফিয়া আবু মিয়া হেফজোখানা ও এতিমখানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের দ্বিতীয় সহ–সভাপতি লায়ন শিপ্রা বড়ুয়া, সেক্রেটারি লায়ন দিদারুল আলম, ক্লাব সদস্য লায়ন আশিকুজ্জামান এবং লিও ক্লাব প্রেসিডেন্ট তাহমিদ উদ্দিন নিহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।