রাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর দিনভর সেবা কার্যক্রম

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত সোমবার রাউজানের কদলপুর বিটিসি কমপ্লেক্সে গৌর চন্দ্রযতীন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ এবং পাহাড়তলী চৌমুহনী বিসিসিইউএল জেনারেল হাসপাতালে চোখের পরীক্ষা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট করা হয়। ক্লাব প্রেসিডেন্ট (২০২৫২৬) লায়ন মো. ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। আমরা সমাজের কম সুবিধাভোগী মানুষের সেবায় বদ্ধপরিকর। মানুষকে সেবা দিয়ে আমরা আনন্দ পাই এবং সেবার মাধ্যমে আমরা মানুষের মন জয় করতে চাই। লায়ন্স ক্লাব সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মিরাজুর রহমান তুহিন, জোন চেয়ারপার্সন লায়ন হেলাল উদ্দিন, বিসিসিইউএল’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাসনরক্ষিত ভিক্ষু ও ট্রেজারার প্রধান শিক্ষক আশুতোষ বড়ুয়া, ডিরেক্টর মৃণাল কান্তি বড়ুয়া, লায়ন সমিরন কান্তি বড়ুয়া, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, এডভোকেট জয় বড়ুয়া, লিও দীপ্ত দে, লিও মো. জাহেদ হোসাইন তাজেক, লিও মো. মোজাম্মেল হোসেন, লিও শচীন দে, লিও ইমরুল কায়েস শর্মা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীল কলমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভেঙে যাওয়া গ্রাম্যসেতু নির্মাণ করে দিল জামায়াত