সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালের দেশি–বিদেশি ষড়যন্ত্র চলমান আছে, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করবে রাউজানের সমপ্রদায়িক নষ্ট করতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল মানুষ ঐক্যবদ্ধ থেকে আমাদের ভ্রাতৃত্ববোধকে ও সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে হবে।
গত মঙ্গলবার দুপুরে তিনি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ ওয়াহেদর খীল এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মুহুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ মেম্বার, সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, সাবের সুলতান কাজল, আবু বক্কর চৌধুরী, শাহ আলম মেম্বার, রেজাউর রহিম আজম, আবদুল মন্নান মনি, সৈয়দ তৌহিদুল আলম।












