রাউজানে যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামি মোহাম্মদ ইউসুফকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি ইউছুপ রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত বজল আহম্মদ সওদাগরের পুত্র। থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ২০১৫ সালে রাউজান পৌর নয় নম্বর ওয়ার্ডের রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের নেতা শহিদুল আলমকে (৩৫) হত্যা করা হয়।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা। মামলায় প্রধান আসামি করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে। গত ১১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।












