রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ঈশান ভট্টহাটে সন্ত্রাসীর গুলিতে যুবদল কর্মী সেলিম নিহতের মামলায় এজারহারনামীয় এক আসামি ও সন্দেহভাজন অপর একজনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ জাহেদ।

গত রোববার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় যুবদল কর্মী সেলিম। এ ঘটনার গত মঙ্গলবার রাতে নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ৫ থেকে ৬ জনকে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইঁয়া বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে একজন মোহাম্মদ রাসেল ও অপরজন মোহাম্মদ জাহেদ। অন্যান্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুফিয়া সালাম
পরবর্তী নিবন্ধলিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া দুই তরুণ দেশে ফিরেছেন