রাউজানে যুবদল নেতাকে গুলি করার অভিযোগ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৩ অপরাহ্ণ

রাউজানে আনোয়ার হোসেন বাচলু (৩৮) নামে এক যুবদল নেতাকে গুলি করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার রাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইজ্জে হাটে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন বাচলু ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমীরপাড়ার আবদুস সালামের ছেলে।

তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ যুবদল নেতার ভাই মো. দিদার বলেন, ব্রীজের উপর দাঁড়িয়ে আমি, আনোয়ার, নাজিম ও আসিফ মাটি সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম। এ সময় আনোয়ার আনোয়ার বলে চিৎকার করে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ারের রানে দুটি ও মাথায় একটি গুলি করে।

অস্ত্রধারী সন্ত্রাসীরা ২০-২৫ জনের মতো ছিল। তার মধ্যে আমি ৩-৪ জনকে চিনতে পেরেছি। এ সময় আমাদের সাথে থাকা দিদারকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে আমি আর গুলি না করার জন্য একজনের পড়েছিলাম তারপরও তিনটি গুলি চালিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, আনোয়ার হোসেন বাচলু আমাদের রাউজান উপজেলা যুবদলের সদস্য।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম চৌধুরী বলেন, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর