রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সন্ত্রাসীরা আসে বোরকা পরে, কাজ সেরে পালিয়ে যায় পাহাড়ে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নে মোহাম্মদ সেলিম (৪৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার দুপুরে রাউজানপাহাড়তলী সংযোগ সড়কের ঈষাণ ভট্টহাটে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের মৃত মো. আমির হোসেনের ছেলে। তারা এখন বসবাস করছেন কয়েক কিলোমিটার দূরে গুচ্ছগ্রামের কাছে নতুন বাড়িতে। মো. মিরাজ (১২) ও সাবিনা () নামে তার দুটি সন্তান রয়েছে।

ঈশানভট্ট হাটের একজন ব্যবসায়ী বলেন, নিহত সেলিম তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে হাটে এসে একটি ঔষধের দোকানের সামনে দাঁড়িয়েছিলন। গাড়িতে স্ত্রীসন্তানকে বসিয়ে রেখে তিনি ঔষধ কিনছিলেন। এ সময় একটি সিএনজি টেক্সি থেকে বোরকা পরা দুজন সন্ত্রাসী নেমে সেলিমের কাছে গিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। আতংকিত লোকজন ছোটাছুটি করে এদিকসেদিক পালিয়ে যায়। সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় সেলিমের স্ত্রী চিৎকার করছিলেন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর দেখা যায়, সেলিমের স্ত্রী রক্তাক্ত স্বামীকে জড়িয়ে ধরে আহাজারি করছেন। স্থানীয়রা গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসা নিহতের বোন জেসমিন আকতার জানান, সেলিম তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় গিয়েছিলেন স্ত্রীকন্যাকে নিয়ে। ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, আত্মীয়ের জানাজা পড়ে আসার সময় সেলিম ঔষধ কেনার জন্য বাজারে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি সিএনজি টেঙি থেকে নেমে বোরকা পরা দুজন ছদ্মবেশি সন্ত্রাসী আমার স্বামীর মাথায় গুলি করে। তখন আমি ও আমার মেয়ে মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বোরকা পরিহিত সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমেই ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের ধারণা, সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগে থেকে ওত পেতেছিল। সোর্সের সংকেত পেয়ে এসে দ্রুত ঘটনা ঘটায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে তাদের বহন করা টেঙিটি বদল করে। তারা ওই ইউনিয়নের আশরাফ শাহ (রা.) মাজার গেট এলাকায় নেমে আরেকটি টেঙি নিয়ে পূর্ব দিকে পাহাড়ের দিকে চলে যায়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই