রাউজানের মোটরসাইকেল দুর্ঘটনায় মিজান চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় রাউজান পৌরসভার জলিল নগরে চট্টগ্রাম রাঙামাটি সড়কে নছিমনের (স্থানীয় নাম টমটম) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
নিহত মিজান চৌধুরী রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শাহ আলম চৌধুরীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিজান চৌধুরীর ভাই ছাত্রলীগ নেতা ইয়াছিন চৌধুরী ইমন।
রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এই ধরনের সংবাদ পাওয়া যায়নি। খবর নিয়ে পরে জানাচ্ছি৷