রাউজানে মোছাফ্ফার ঈদ সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ২:১৮ অপরাহ্ণ

খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (কেএমবি) মোছাফ্ফার উদ্যোগে রাউজানের নোয়াপাড়া পথের হাট সংলগ্ন পাইওনিয়ার হসপিটালের সামনে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ২৮ রমজান ৮ এপ্রিল দুপুর ২টায় স্বল্প আয়ের মানুষের কল্যাণে “ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি’২০২৪” অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় ও প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফুলকলি গ্ৰুপ অব ইন্ডাসট্রিসের জিএম বিশিষ্ট সমাজ সেবক এম এ সবুর। বিশেষ অতিথি ছিলেন কেএমবি মোছাফ্ফা’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম নাসিম, কেএমবি মোছাফ্ফা’র দাতা সদস্য মোহাম্মদ ইমরান, গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আবু বকর সওদাগর, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম মনু, কেএমবি দপ্তর সম্পাদক দিদার আলম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ‘৮৬ ব্যাচ’র সহযোগিতায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমবি বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, এটিএম নাছির উদ্দিন, এনামুল হক আশেক, স ম নজরুল ইসলাম বাচা, মোহাম্মদ শাকিউল আলম, মোহাম্মদ শাহরিয়ার তালুকদার, মোহাম্মদ তোফায়েল তালুকদার।

প্রধান অতিথি কেএমবি মোছাফ্ফা’র সকল সেবা কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন এবং সব রকমের ভেদাভেদ ভুলে কোরআন সুন্নাহ’র সমাজ ব্যবস্থা বাস্তবায়নের স্বার্থে কেএমবি মোছাফ্ফা’র অনুকরণে কাজ করার আহ্বান জানান। কেএমবি সাধারণ সম্পাদক নাসিম অনুষ্ঠানের সফল বাস্তবায়নে নোয়াপাড়া স্কুল ‘৮৬ ব্যাচ সহ সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামীতেও কেএমবি’র সাথে থাকার আহ্বান জানান। শেষের দিকে অতিথিবৃন্দ কেএমবি মোছাফ্ফা’র ক্ষুদ্র “ঈদ উপহার” দাওয়াত প্রাপ্ত ভাই-বোনদের হাতে অর্পণ করেন। এদিকে কেএমবি মোছাফ্ফা’র সভাপতি এম এ ছবুর মানবিক সমাজ গড়ার মধ্য দিয়ে কোরআন সুন্নাহ’র আন্দোলন কে বেগবান করতে সার্বিক পর্যায়ে সেবা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমির্জাখীল দরবারের অনুসরণে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ কাল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ