রাউজানের হযরত ইয়াছিন শাহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ৯৬ সালে তার সক্রিয় রাজনীতিতে যোগদানের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সেই সময়কালের সন্ত্রাস কবলিত অশান্ত রাউজানে শান্তির জনপদ প্রতিষ্ঠা আর ভঙ্গুর বিধ্বস্ত রাউজানকে পুনগঠনের স্বপ্ন নিয়ে সেদিন রাজনীতিতে এসেছিলাম। এখন একটি স্বপ্ন ছাড়া সব স্বপ্ন পূরণ করেছি। রাউজানকে শান্তি ও উন্নয়নের দিক থেকে দেশের সেরা উপজেলায় পরিণত করেছি। একটি স্বপ্ন পূরণ করতে পারলেই আমার স্বাদ পূরণ হবে। সেটি হচ্ছে এই উপজেলায় একটি মেডিকেল কলেজ করা। তিনি বলেন, যারা স্কুল কলেজে লেখাপড়া শিখে প্রতিষ্ঠা পেয়েছেন তাদের উচিত স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা। সমৃদ্ধ রাউজানকে আরো এগিয়ে নিতে আমি চাই ঘরে ঘরে লক্ষ করিম সৃষ্টি হউক।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী বলেন, গ্রামের স্কুল কলেজে লেখাপড়া শিখে আমরা আজ অনেকেই দেশ বিদেশে প্রতিষ্ঠিত। নিজেদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তনরা অবদান রাখতে পারেন। নবীন শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দিয়ে উচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন। এই ধরনের সহযোগিতায় রাউজানের সন্তানরা দেশ বিদেশে খ্যাতি অর্জন করে রাউজানকে আরো আলোর পথে নিয়ে যাবে। গতকাল শুক্রবার আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুলতান আহমেদ, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। আরও বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, হযরত ইয়াছিন শাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুল আলম, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।












