মুজিব বর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্ত উপজেলা ফুটবল টুর্ণামেন্টের রাউজান ভেন্যুর খেলা রাউজান সরকারি কলেজ মাঠে গতকাল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনয়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সদস্য আবুল হাশেম, ফুটবল সম্পাদক মো. শাহজাহান, নিয়াজ মোরশেদ, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, ভুপেশ বড়ুয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, বাবুল মিয়া, নিজাম উদ্দিন আহম্মদ ক্রীড়া সংগঠক সুমন দে, ওসমান গণি রানা প্রমুখ। উদ্বোধনী খেলায় মুখামুখি হয় রাঙ্গুনিয়া উপজেলা এবং রাউজান উপজেলা। রাঙ্গুনিয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে রাউজান উপজেলা দল শুভ সুচনা করে।