রাউজানের পূর্ব গুজরা অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী।
তিনি থানায় লিখিত অভিযোগে জানান, গত সোমবার দিবাগত রাতে চোর চক্র মন্দিরের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে। সেখানে প্রতিমার গলায় থাকা দুই আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও দান বক্সের টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ মন্দির পরিদর্শন করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া এ প্রসঙ্গে বলেন, মন্দিরে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি পুলিশ তদন্তে নেমেছে।












