রাউজান থানা পুলিশের দুটি পৃথক অভিযানে মাদক বহনকারী চার নারী পুরুষকে আটক করেছে। ১৩ এপ্রিল দুই নারীকে আটক করা হয় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রমের পাশের ইলিয়াছের কলোনি থেকে।
পুলিশ ওই কলোনির বাসিন্দা ফরিদা বেগম ওরফে রোকেয়া বেগমের (৫০) হেফাজত থেকে দুটি প্লাস্টিকের বস্তাভর্তি ৬০ লিটার পাহাড়ি চোলাই মদ ও একটি থলের মধ্যে মোড়ানো অবস্থায় রাখা ১ কেজি গাঁজা উদ্বার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফরিদা বেগম ও সালমা আকতার নামের দুই নারীকে গ্রেফতার করে। জানা যায়, ফরিদা বেগম রাঙ্গুনিয়া উপজেলার আদিলপুর এলাকায় আনোয়ার হোসেনের স্ত্রী। রোকেয়া বেগম কক্সবাজার পৌর এলাকার জনৈক সাকিবের স্ত্রী। তারা ভাড়া বাসায় থাকতো। ১৪ এপ্রিল ভোরে পুলিশের অপর অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
থানা পুলিশ চট্টগ্রাম কাপ্তাই সড়কের ইমাম গাজ্জালী কলেজের সামনে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে মাদকসহ তারা ধরা পড়ে। এই ঘটনায় পুলিশ মদবাহী সিএনজি অটোরিক্সাসহ বহনকারী রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ডোমখালী এলাকার বাশি মোহন দাশের পুত্র কাঞ্চন দাশ (২৮) ও একই এলাকার ধনা দাশের পুত্র বিশু দাশ (১৯) কে গ্রেফতার করে। রাউজান থানার এসআই অজয় দেব শীল ঘটনার কথা স্বীকার করে বলেন, আটক নারী পুরুষকে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।