রাউজানে মদুনা জঙ্গল সড়ক উন্নয়নের ভিত্তিস্থাপন

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

রাউজান উরকিরচর ইউনিয়নের হারপাড়া মদুনা জঙ্গল সড়কটি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উন্নয়নের আওতায় আসছে। এই সড়কটি উন্নয়ন করা হবে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে। গত ১৩ অক্টোবর সড়কটির উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করেন রেলপথ পথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। ভিত্তিস্থাপন অনুষ্ঠানে সাংসদ বলেন, রাউজানের সব গ্রামীণ রাস্তা পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। এসময় সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মুহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, সাবেক চেয়ারম্যান এস এম আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আইয়ুব, ত্রিদীপ কুমার বড়ুয়া, মো. আলী আকবর, সৈয়দ নাছির উদ্দিন মেম্বার, কাউছার আলম মেম্বার, সেলিম উদ্দিন মেম্বার, মিয়া চৌধুরী, সরওয়ার উল আলম, মোহাম্মদ মহিউদ্দিন ইমন, মো. জাহাঙ্গীর আলম সুমন, তাপস বড়ুয়া, শেখ মফিজুর রহমান, উৎপল মহাজন অরুণ, হারুনুর রশিদ, মো. কফিল উদ্দিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন চৌধুরী, মেম্বার রফিকুল ইসলাম, মো. জানে আলম সওদাগর, মো. নুরুল আবছার, মো. সেলিম উদ্দিন, রফিকুল আলম কন্ট্রাক্টর, শেখ আখতারুজ্জামান পারভেজ, ওসমান গনী, শেখ মনিরুল ইসলাম, আরমান হোসেন, মো. সাইফুদ্দীন সাইফ, শহিদুল ইসলাম আলম, মো. সালাউদ্দিন, এস এম নুরুল আজিম জুয়েল, এমরান হোসেন মনির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজনগণের কথা সরকার চিন্তা করছে না : শাহাদাত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৩.৮২ কোটি টাকা