রাউজান থানা পুলিশ ১ হাজার ৪০ লিটার ছোলাই মদসহ একটি ট্রাক আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে গেল পাচারকারীরা। ট্রাকটি রাঙামাটির দিকে শহরমুখি ছিল।
রাউজান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেছেন, গত ১০ জুলাই সোমবার গভীর রাতে গাড়িটি রাউজান পৌর সদরের জলিলনগর পার হয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে থানা পুলিশের তল্লাশি দেখে চালকসহ পাচারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে প্লাষ্টিকের বস্তা ভর্তি অবস্থায় ১ হাজার ৪০ লিটার ছোলাইমদসহ ট্রাকটি জব্দ করে।
এর আগে এদিন সন্ধ্যায় থানা পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ডে বিসিক শিল্পনগর এলাকার সামনে থেকে দুই ব্যক্তি এক শত ৫ লিটার মদসহ গ্রেফতার করে। এসময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা আটক করে। এই ঘটনায় আটক ব্যক্তিরা হলো নগরীর অক্সিজেন এলাকায় মৃত আবদুল হাকিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. কামাল হোসেন (২৮) ও ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউপির নুর নবীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন(৩৫)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, এসব ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।












