রাউজানে সিএনজি করে মাদক পাচারকালে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাউজান– নোয়াপাড়া সড়ক সেকশন–১ সড়ক পথে নোয়াপাড়ার দিকে সিএনজিটি আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এস আই কৃষ্ণ লাল ঘোষের নেতৃত্বে একদল পুলিশ সিএনজি সহ আটক পাচারকারী আবদুল্লাহ আল নোমান (২৩) কে সাথে নিয়ে যায়। ধৃত যুবক রাউজান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিশখান পাড়া এলাকার বাহার উল্লাহ সিকদার বাড়ির মোহাম্মদ আলীর পুত্র।