পূর্ব রাউজানের একটি ইটভাটার পাশ থেকে মোহাম্মদ শফি প্রকাশ বালি (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৫টায় ওই লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় জনসাধারণ সূত্র জানায়, উদ্ধার করা লাশটি রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইসহাক কোম্পানির বাড়ির সৈয়দ আহমদের পুত্রের। তিনি কয়েক বছর আগে বাপদাদার ভিটে ছেড়ে নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ কাজী পাড়ায়। মৃত ব্যক্তির পুত্র মো. সেলিম বলেছেন- প্রতিদিনের মতো তার বাবা সকাল সাড়ে ৯ টায় ঘর থেকে বের হয়েছিলেন হাঁটাহাঁটি করতে।
দুপুরে বাসায় না ফেরায় সবাই তাকে খোঁজছিলেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ সনাক্ত করি। লাশ উদ্ধার করতে আসা রাউজান থানার এসআই কবির আহমেদ ও এসআই মো. হানিফ বলেছেন- নিহত ব্যক্তির মাথাসহ শরীরের কয়েকটিস্থান রক্তাক্ত ছিল। লোকটি কিভাবে মারা গেছেন তা তদন্ত করে দেখা হবে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল নবী বলেন, শুনেছি দুপুরের দিকে ওই ব্যক্তিকে ঘটনাস্থলে ঘুরাফেরা করতে দেখেছিল কয়েকজন। কি করে মারা গেলেন পুলিশ তদন্ত করে দেখবে। এ প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, লাশটি আমরা প্রথমে অজ্ঞাত হিসেবে পেয়েছি, পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।












