রাউজানে বিয়ের তিন সপ্তাহের মাথায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিয়ের তিন সপ্তাহের মাথায় বিদ্যুৎস্পর্শে মো. এহসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের শরীফ বাড়ি এলাকায় নিহতের বাড়ি থেকে ১০০ গজ দূরত্বে এ ঘটনা ঘটে।

নিহত এহসান ওই এলাকার ব্যবসায়ী লোকমান হাকিমের ছেলে। এহসান বাবার সঙ্গে রাউজান ফকির হাটের নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায় করতেন।

জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে সড়কের পাশে বিদ্যুতের তারের উপর পড়া একটি বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন এহসান।

স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বলেন, বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমার এলাকার এক যুবক নিহত হয়েছেন।

গত তিন সপ্তাহ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু