রাউজানে বিষপানে ইউপি সদস্যের কন্যার আত্মহত্যা

রাউজান প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

রাউজানে আইরিন সুলতানা নিপা (২০) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। হলদিয়া হযরত ইয়াছিন শাহ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষাথী নিপা রাউজান ডাবুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে। গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিপার সাথে এলাকার এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কে কথা জেনে পরিবার নিপাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করছিল। এই নিয়ে মানসিক অস্থিরতার মাঝে সকলের অজান্তে তিনি কিটনাশক পান করেছেন। বিষক্রিয়ায় বমি হতে শুরু করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার গভীর রাতে নিপা মারা যায়। নিপার বাবা জসিম উদ্দিন মেয়ের আত্মহত্যা প্রসঙ্গে বলেন, মেয়ের বিয়ের প্রস্তাব এলে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অস্থির হয়ে পড়ত। তিনি জানান, গত বুধবার তাদের বরবটি ক্ষেতের জন্য আনা কিটনাশক পান করে মেয়ের বমি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত ১২টার দিকে মেয়ে মারা যায়। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেব শীল বলেন, ডাবুয়া ইউনিয়নের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে মর্মে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বার্তা পেয়ে ঘটনা জেনেছি। এই ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য পাঁচলাইশ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকার আইস ও ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ফ্রি চিকিৎসাসেবা পেল ৫ শতাধিক রোগী