রাউজানে বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে বিষধর সাপের কামড়ে রণজিৎ পাল (৬০) নামের ১ ব্যক্তি মারা গেছেন। তিনি ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের পালপাড়ার মৃত নিকুঞ্জ পালের ছেলে। তিনি ৩ পুত্র ১ কন্যা সন্তানের জনক। নিহত ব্যক্তির পুত্র বধু সোনিয়া পাল বলেছেন, গতকাল শনিবার সকাল নয়টার দিকে তার শ্বশুর বাড়ির কাছে একটি বিলে ধানের বিজতলায় গিয়েছিল জমি পরিষ্কার করতে। সেখান থেকে ১০টার দিকে ফিরে এসে জানান তাকে পায়ে একটি সাপ কামড় দিয়েছে। তখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বল্লে তিনি বলেন সাপটি ছোট ছিল তেমন বিষধর নয়। তিনি দেখেছেন সেটি পানির সাপ। প্রায় আধঘন্টার তার কথা বার্তায় স্বাভাবিক দেখাচ্ছিল। ঘরে বসে গরম ভাত চেয়ে খান। কিছুক্ষণ পর দেখা যায় তার কন্ঠ কাঁপা কাঁপা ভাব। তখন সোনিয়া তার স্বামীকে ফোনে ডেকে এনে সিএনজি টেক্সিতে করে স্বামীসহ তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। টেক্সিতে নেয়ার সময় তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে আসে। হাসপাতালে চিকিৎসকগণ ঘটনা শুনে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন। তারা স্যালাইন ও ইনজেকশন প্রয়োগ করেন। ১২ টা ১৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, সাপে কাটা রুগীকে বিলম্বে হাসপাতালে আনা হয়েছে। এরআগে বিষক্রিয়া সারা শরীর ছড়িয়ে গেছে। শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেও তাকে বাঁচানো যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এক সপ্তাহেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র মুহিতের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী