রাউজানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

বিশেষ পুলিশি অভিযান

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে বিভিন্ন মামলায় পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪, মাদকের মামলা ৩, স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক মাসের দণ্ডপ্রাপ্ত একজন ও অস্ত্র আইন মামলার দুইজন।
আসামিরা হচ্ছে নোয়াপাড়ার গোপাল চন্দ্র দের ছেলে সজল দে (৫০), তার স্ত্রী রুপা দে (৪২), একই এলাকার আবু তালেবের ছেলে মো. সাহেব আলী, পশ্চিম রাউজানের দুদু মিয়ার ছেলে খোরশেদ। অস্ত্র মামলায় ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরের শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও আবদুল মোনাফের ছেলে মবিন (২৪), বোয়ালখালীর নুরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২৫), শামসুল আলমের ছেলে মো. ইকবাল (২৬), দুলালের ছেলে সিএনজি চালক মো. বাবু (২৩) এবং স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দণ্ডপ্রাপ্ত চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়ার শাহ আলমের ছেলে মোরশেদ আলী (২৬)।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনীতি সঙ্কটে নেই চাপে আছে : দেবপ্রিয়
পরবর্তী নিবন্ধইরাকে শ্রীলঙ্কার দৃশ্য ফেরাল বিক্ষোভকারীরা