এবিএম ফজলে করিম চৌধুরী এমপি গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে কদলপুর, পাহাড়তলী, বাগোয়ান নোয়াপাড়া, পশ্চিম গুজরা, পূর্বগুজরা, উরকিরচর ইউনিয়নে দুর্গোৎসবে গিয়ে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি এ অঞ্চলের সবচেয়ে বড় দুর্গোৎসব গঙ্গা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রকাশ শীলের সভাপতিত্বে ও ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া, সুবাস দেসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।