রাউজানে মিশু নাথ (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। মিশু নাথ দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন নাথ পাড়ার সুকুমার নাথের পুত্র। সূত্র জানায়, মিশু ডিস লাইন ও সিসি ক্যামরা স্থাপনের কাজ করতো। গতকাল রাতে নিজের ঘরে ল্যাপটপে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।