রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিয়ে করেছিলেন মাসখানেক আগে

রাউজান প্রতিনিধি | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাউজান পৌর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে গতকাল রোববার দুপুরে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের সাপলংগা এলাকার এহছান উল্লাহ (২৬) নামের এক যুবক বাড়ির কাছে একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। বাঁশ ঝাড়ের সাথে ছিল বিদ্যুৎ তার। কাটা বাঁশটি বিদ্যুৎ তারের উপর পড়লে এহছান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক তার বাবার সাথে একটি দোকানে ব্যবসা করতেন। তিনি শাহনগর শরীফ বাড়ির মো. লোকমানের ছেলে। তিনি বিয়ে করেছিলেন মাসখানেক আগে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের
পরবর্তী নিবন্ধচুনতিতে বনের জায়গায় নির্মিত সেই ভবন উচ্ছেদে অভিযান