রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৪:১৯ অপরাহ্ণ

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত দত্ত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শান্ত রাজমিস্ত্রির কাজ করতেন।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর দমদমা চৌধুরী বটতল এলাকার তিলক দত্তের ছেলে।

পল্লী বিদ্যুতের নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম অসিৎ কুমার শিকদার বলেন, একটি ভবনের দোতলায় নির্মাণকাজ করার সময় রডের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত দত্ত নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদায় আড়াই হাজার মিটার জাল জব্দ