রাউজান উপজেলা পরিষদ আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজন্মের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের দক্ষ কারিগর হিসাবে দেখতে চান। প্রধানমন্ত্রীর এই স্বপ্নপূরণে রাউজানের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তির আওতায় এনেছেন। তিনি গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা। উপস্থিত ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহ প্রমুখ। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।