রাউজানে বিক্রির সময় ২১টি টিয়া উদ্ধার, দুই জনের সাজা

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে একটি বাজারে বিক্রির সময় ২১টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল গতকাল বুধবার রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারের ওয়াল্টন প্লাজার পশ্চিম পাশ থেকে টিয়া উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করে।

এরা হলেন, ঝিনাইদহ উপজেলার কয়ারগাছী গ্রামের পলাশ কুমার ব্যাধ (৪৮) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার শিপন চন্দ্র ব্যাধ (৫০)

পরে রাউজান উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ () ধারায় দুজনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ডের আদেশ দেন। খবর বিডিনিউজের।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, টিয়া পাখিগুলো রাউজান উপজেলা কার্যালয় প্রাঙ্গনে অবমুক্ত করা হয়েছে। এই দুজন পাখি ধরে বিক্রি করে। তাদের কাছে পাখি ধরার জন্য আঠাযুক্ত বাঁশ পাওয়া গেছে। বাঁশে আঠা লাগিয়ে রাখলে পাখি সেই বাঁশে বসলে তাতে পালক আটকে যায়। গ্রেপ্তার দুজন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পাখি ধরে নগরীতে পাখি বিক্রেতাদেরকে সরবরাহ করেন বলে জানান দীপান্বিতা ভট্টাচার্য। তিনি বলেন, এরা বিভিন্ন গাছ থেকেও সরাসরি পাখি ধরে। এর আগে আলকরণ থেকে গ্রেপ্তার পাখি ব্যবসায়ীদের কাছে তারা পাখি বিক্রি করে বলেও জানিয়েছে।

গত ২ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার একটি বাসা থেকে ১৬টি টিয়া ও ৯টি শালিক পাখিসহ তিন জনকে গ্রেপ্তার করেছিল বন বিভাগ। এর আগে বন বিভাগ ৩১ ডিসেম্বর নগরীর অলংকার বাস স্টেশন এলাকা থেকে ৫টি টিয়া পাখিসহ বাসের একজন সুপারভাইজারকে গ্রেপ্তার করেছিল।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম ৬ লেইন মহাসড়কের তিন প্রস্তাব সীতাকুণ্ডবাসীর
পরবর্তী নিবন্ধবনভান্তের জন্মোৎসবে রাঙামাটিতে পুণ্যার্থীর ঢল