রাউজানে বাইক থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ১২:৫৪ অপরাহ্ণ

রাউজানে উল্টোপথে আসা বাইসাইকেলকে ধাক্কা দিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহী মো. সাজ্জাদ এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যেপুকুর পাড় এলাকার চেয়ারম্যান ঘাটা সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ ডাবুয়া ইউনিয়ন দক্ষিণ হিংগলা গ্রামের শেখ আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শী লিক্সন মজুমদার জানান, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুজিত ডাক্তার বাড়ীর বিক্রয় প্রতিনিধি নারায়ণ দে এর ছেলে অমল দে (৪০) বাইসাইকেল নিয়ে উল্টোপথে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগামী একটি বাইক তার বাইসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন সাজ্জাদ। তার হেলমেটটি ভেঙে চুরমার হয়ে যায়। সাজ্জাদ ও অমল দে কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাইক ও বাইসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি পাইপ সঞ্চালন লাইনের কাজ করতেন বলে জানা গেছে।

রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের বিষয়ে আমাদের কেউ জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
পরবর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু