রাউজানের জলিলনগরে সড়ক দুর্ঘটনায় হাজী নুরুল আলম প্রকাশ ভান্ডারী (৬৭) নামের এক ব্যক্তি মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুরুল আলম নিজ স্কুটি বাইক চালিয়ে বাড়ির দিকে আসছিলেন। জলিলনগর আসলে স্কুটিকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহত নুরুল আলম রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম ছিদ্দিক আহামদ সারাংয়ের পুত্র। তিনি ৩ ছেলে ৫ কন্যা সন্তানের জনক।