রাউজানে পৃথক দুই স্থানে বজ্রপাতে চারটি গরু মারা গেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়ন ও রাউজান সদর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে গতকাল সকালে স্থানীয় শামসুল আলম দুটি গরু বেঁধে দিয়েছিলেন। এ সময় সৃষ্ট বজ্রপাতে গরুগুলো মারা যায়। এছাড়া রাউজান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া সংলগ্ন বিলে বজ্রপাতে মারা যায় স্থানীয় মোহাম্মদ আলমের দুটি গরু।
পূর্বগুজরার শামসুল আলম বলেন, মেঘাচ্ছন্ন অবস্থায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আকাশে ছিল বজ্রের চমকানি। ভেবেছিলাম বৃষ্টি তেমন হবে না। এ কারণে গরু দুটি মাঠ থেকে আনা হয়নি। পরে ছোট বড় বজ্রপাতের শব্দে গরু আনতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেও বজ্রপাতে ভয়ে বের হয়নি। পরে গিয়ে দেখি মাঠে আমার দুটি গরু মারা গেছে।
সদর ইউনিয়নের মোহাম্মদ আলম বলেন, সকালে গরু দুটি আমার বাড়ির পাশে বিলে ঘাস খাওয়ার জন্য বেঁধে দিয়েছিলাম। দুপুরে গরু আনতে গিয়ে দেখি গরু দুটি মরে পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু।