রাউজানে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাউজান প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব১৭’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকালে রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাউজান পৌরসভা২ দল টাইব্রেকারে ৫৪ গোলে পাহাড়তলী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও ক্রীড়া সংগঠক ওসমান গণি রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দিন খান। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি আইনে প্রোটিয়াদের কাছে হারলো টাইগার যুবারা
পরবর্তী নিবন্ধবিপিএলে বরিশালে খেলবেন তামিম