রাউজানে বৃহত্তর পরিবেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনকে ঘিরে রাউজান আর আর এসি মাঠে বর্ধিত গ্যালারী নির্মাণ কাজ দ্রুত শেষ করা হচ্ছে। গত সোমবার এই টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিতে মাঠে অনুশীলন করেছে রাউজান পৌরসভা-২ ফুটবল দল। এই অনুশীলনের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তার সাথে ছিলেন পৌরসভার কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, এ্যাড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী সহ টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্টরা। এসময় জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী একজন কৃতি ক্রীড়াবিদ। তিনি চান রাউজান থেকে জাতীয় মানের খেলোয়ার সৃষ্টি করতে। এই লক্ষ্যে তিনি উপজেলার বেশ কয়েকটি বড় খেলার মাঠ করে দিয়েছেন।